আমার সন্তান
- সিফাত আহমেদ ০২-০৫-২০২৪

আমার সন্তান!
আমার ছেলে!
বাবা, আর একবার তুমি ছোট হও
আর একটি বার তোমায়
কোলে নেবো দৌড়ে এসে!
বাবা, তুমি আর একবার কেঁদে ওঠো আমায় খুঁজে!
আমি দৌড়ে ছুটে চলে আসবো
তোমার জন্য চকোলেট হাতেনিয়ে!
বাবা, আর একবার তুমি ছোট হও!
তোমায় আমি কাধে করে ঘুরে বেড়াবো
সারা ঘর, উঠোন আর পাড়াময়!
বাবা, আমার সন্তান
তুমি আর একবার হয়ে যাও
১ম স্রেণির ছাত্র
তোমার কোমল ছোট্ট হাত ধরে
তোমায় নিয়ে আমি স্কুলে যাবো!
বাবা, আর একবার ছোট্ট হয়ে
তুমি আমার কাছে আবদার করো
বড় দামী স্যামসাং মোবাইল নয়
প্লাস্টিকের সস্তা খেলনা গাড়ি কিংবা বন্দুক!
বাবা আর এক বার তুমি ছোট হও
আমি তোমার জন্য পেরেশান হয়ে খুঁজতে চাই
তোমার সাইজের জামা!
বাবা, আর একবার তুমি শিশু হয়ে যাও
তোমার শৈশবের দেহের মিষ্টি ঘ্রাণ আমি নিতে চাই।
বাবা, ও বাবা!
আমার সন্তান
তুমি আর একবার ছোট্ট হয়ে যাও
আমি সারাদিন পর ফিরে তোমায় নিয়ে
২ ভাগের সহজ অংক করতে বসবো!
আমি যে নাইট-টেন এর অংক ভালো পারি না বাবা!
ও বাবা! আমার ছেলে!
তুমি অন্তত এতটুকু ছোট হও
যাতে আমার কোলে প্রস্রাব করে দিতে পারো অবলীলায় হেসে!
হও না বাবা
হও।
আমার কাধের চেয়ে উঁচু হয়েছ
আমার চেয়ে বড় খুশি আর কেউ নয়
কিন্তু তারপরেও আরেকবার ছোট হও
তোমার বাবার আকুতি বাবা!
তোমায় সেভাবে আদর মায়া মমতা স্নেহ দিবো আবার
তোমার ছেলেবেলা মাত্র ১ দিনের জন্য ফিরে আসুক!
মাত্র ১ দিনের জন্য!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।